টেকনিকেল অফিসিয়াল এর দায়িত্ব পেলেন অমিয় কুমার দাস।

আগরতলা, Jan 24, 2025, ওয়েব ডেস্ক থেকে 2024
টেকনিকেল অফিসিয়াল এর দায়িত্ব পেলেন অমিয়। উত্তরাখন্ডে এবার হবে ৩৪ তম জাতীয় গেমস।এতে ট্রায়াথলন ইভেন্টে ত্রিপুরা থেকে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে গেলেন পি আই অমিয় কুমার দাস।
তিনি রাজ্য ট্রায়াথলন সংস্থার সম্পাদক ও। একই সঙ্গে ত্রিপুরার একজন স্বনামধন্য প্রাক্তন এথলেট। এবার উত্তরাখন্ডে টেকনিক্যাল অফিসিয়ালের দায়িত্ব সামলাবেন অমিয় কুমার দাস।